সাতক্ষীরা

লাবসা ইউপিতে অর্ধকোটি টাকা আত্মসাত ॥ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

By daily satkhira

February 28, 2018

নিজস্ব প্রতিবেদক : লাবসা ইউনিয়নের দুর্নীতিবাজ, ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী চেয়ারম্যান আলিম কর্তৃক অর্ধ কোটি টাকা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, মেম্বর মনিরুল ইসলাম, কাজী মনির, সাঈদ আলী সরদার, আসাদুল ইসলাম, আজিজুল ইসলাম, সাবেক মেম্বর রবিউল ইসলাম, সরদার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক সিরাজুল ইসলাম, গাউস, ইয়ারুল, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি এনামুজ্জামান নিপ্পন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক রহমত, প্রভাষক মনিরুল ইসলাম, মহসিন হাবিব মিন্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। ঠিক তখনই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ইউনিয়নের উন্নয়নের কোন কাজ না করে অর্ধকোটি টাকা লুটপাট করে। শুধু তাই নয় চেয়ারম্যান আলিম একজন চিহ্নিত ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী। ওই চেয়ারম্যান ইতোপূর্বে সংখ্যালঘু নিতাই মুহুরীর জমি দখল করে তাকে দেশে ছাড়া করেছিলো। এছাড়া ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর হত্যার সাথেও চেয়ারম্যান আলিমের সংশ্লিষ্টতা রয়েছে। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভপতি পদে থাকা দুর্নীতিবাজ চেয়ারম্যান আব্দুল আলিম একজন সু-চতুর ব্যক্তি। তিনি ইউপি সচিবের যোগ সাজসে ইউনিয়নের সকল মেম্বরদের কাছ থেকে রেজুলেশন বিহীন সাদা কাগজে সহি করিয়ে নেয়। কি কারণে মেম্বরদের কাছ থেকে সাদা কাগজে সহি নেওয়া হয়েছে সে বিষয় কোনো ইউপি সদস্যকে জানানো হয়নি। রেজুলেশন বিহীন সাদা কাগজে সহি এর বিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন রেজুলেশন পরে লিখে নেব। উক্ত রেজুলেশন বিহীন সকল কাগজপত্র ইউনিয়ন পরিষদে না রেখে চেয়ারম্যান তার নিজ বাড়ীতে নিয়ে রাখেন যেন কেউ তা দেখতে না পারে। এ বিষয় কেউ কিছু বলতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি- ধামকি দিয়ে থামিয়ে রাখা হয়। বক্তারা আরো বলেন, আলিম চেয়ারম্যান এতটায় হীন মানসিকার মানুষ যে তিনি তার চাচাতো ভাইয়ের জমি জবর দখল করে নিতেও দিধাবোধ করেন নি। তিনি শুধু নিতে জানেন কাউকে দেওয়ার মতো মানুষিকতা তার নেই। কেউ প্রতিবাদ করলে তাকে ভিটেছাড়া করতেও তিনি এতটুকু কার্পন্য করেন না। যার উজ্জল দৃষ্টান্ত তারই ইউনিয়নের সংখ্যালঘু নিতাই মুহুরী। এ ঘটনায় ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্কর তার পক্ষ নিয়ে কথা বলায় তাকেও অকাতরে জীবন দিতে হয়েছে ওই চেয়ারম্যান আলীমসহ তার সহযোগীদের হাতে। বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি থাকায় চেয়ারম্যান সেই রুমে বসে কোনো দিন মিটিং করেননি। ইউপি নির্বাচন দুই বছরের অধিক সময় ধরে অতিবাহিত হলেও চেয়ারম্যান মাত্র কয়েকদিন পরিষদে এসেছেন। মেম্বরদের নিয়ে কোন দিন মিটিং পর্যন্তও করেন নি। ইউনিয়ন পরিষদের নাগরিকদের কাছ থেকে জন্ম নিবন্ধনের জন্য ৫০ টাকা নেওয়ার কথা থাকলেও তিনি জনপ্রতি ১শ টাকা করে নিয়েছেন। এ বিষয়ত জানতে চাইলে তিনি বলতেন এটা আমার বিষয় আপনাদের বিষয় না। নাশকতামুলক কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। যে কারণে চেয়ারম্যান বর্তমানে পলাতক রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে ১২লক্ষ ১৫হাজার ৮৮৮ টাকা এবং হাট ইজারা থেকে পাওয়া ৩৭লক্ষ ২৮হাজার ৭২৩টাকা মোট ৪৯লক্ষ ৪৪হাজার ৬১১ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এঘটনায় রোববার বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত র্নীতিবাজ, ভূমিদস্যু, সংখ্যালঘু নির্যাতনকারী চেয়ারম্যান আলিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।