সাতক্ষীরা

সাতক্ষীরায় নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

By Daily Satkhira

February 28, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরায় নতুন উদ্ভাবিত উচ্চফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী আলুর জাতের উৎপাদন কলাকৌশল শীর্ষক মাঠ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। গাজীপুর কন্দাল ফসল গবেষনা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড. তপন কুমার পালের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকার ফার্মগেট কৃষি গবেষনা ফাউন্ডেশেনর বিএআরসির নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. ওয়ায়েস কবীর। সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফার্মগেট কৃষি গবেষনা ফাউন্ডেশন বিএআরসির কোঅর্ডিনেটর কৃষিবিদ ড. নুরুল আলম, গাজীপুর সরেজমিন কৃষি গবেষনা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আসম মাহবুবুর রহমান খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আক্কাস আলী, খুলনা সরেজমিন কৃষি গবেষনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুস্তফা কামাল শাহাদাৎ, সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, বৈজ্ঞানিক সহকারী এসএম মতিয়ার রহমার, মশিউর রহমান প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউট দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষনা প্রতিষ্ঠিান। এই প্রতিষ্ঠানটি ২০৪ টিরও বেশী ফসল নিয়ে গবেষনা করে থাকে। এর মধ্যে আলু একটি অন্যতম ফসল। আন্তজার্তিক মূল্য ও উৎপাদন বিবেচনায় বাংলাদেশের ২০ টি প্রধান ফসলের মধ্যে ধানের পরেই আলুর স্থান। আলু উৎপদনের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে ৩য় এবং পৃথিবীর মধ্যে সপ্তম স্থানে রয়েছে। তারা আরো বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেখানে আলু উৎপাদন হতো ৯ লাখ মেট্রিক টন সেখানে ২০১৬-২০১৭ মৌসুমে এসে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ২ লাখ মেট্রিক টন।