সাতক্ষীরা

শিল্পী ঐক্যজোট সাতক্ষীরার জেলা সম্মেলন

By daily satkhira

February 28, 2018

নিজস্ব প্রতিবেদক : মানবতার কল্যানে স্লোগানে শিল্পী ঐক্যজোট সাতক্ষীরার আয়োজনে জেলা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা শিল্প ঐক্যজোটের আহবায়ক শেখ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও শিল্পী ঐক্যজোট কেন্দ্রিয় কমিটির পৃষ্টপোষক শিহাব রিফাত আলম, উপদেষ্টা কাজী জিনাত জিনি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ভয়েস অব সাতক্ষীরা’র সম্পাদক এম. কামরুজ্জামান, এস এম দেলোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন। সংগঠনের উদ্যোক্তা নাট্য নির্দেশক জিএম সৈকত। উপদেষ্টা হিসেবে আছেন নাট্যাভিনেতা ডিএ তায়েবসহ অনেকে। জোটের কার্যক্রমের মধ্যে দুস্থ শিল্পীদের সহায়তা করা অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমকে আজীবন সম্মাননা এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুনসুর আহমেদ ও মো. নজরুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সম্মাননা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এসএম দেলোয়ার হোসেনকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পী সত্যাতে আমাদের বাচিয়ে রাখতে হবে। না হলে আগামী প্রজন্মে শিল্পী খুজে পাওয়া যাবে না। শিল্পী ও সাংস্কৃতিমনা ব্যক্তিরা জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িত থাকতে পারেনা। প্রগতিশীল চিন্তা চেতনা থেকে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। সাংস্কৃতিক অঙ্গন উন্নত না হলে একটি উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যেতে পারেনা। সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো বৃদ্ধি করতে হবে। এবং সাম্প্রদায়িক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। অনুষ্ঠনে জিএম সৈকত বলেন, সকলের সহযোগিতা পেলে সাতক্ষীরা থেকে প্রতি বছর ৫জন করে শিল্পীদের তাদের প্রতিষ্ঠিত জায়গায় কাজ করার সুযোগ করে দিবেন এবং সাতক্ষীরার মাটিতে যে ন কোনো ধরনের অপসংস্কৃতি না চলে সেজন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এএনএম মঈনুল ইসলাম, সাতক্ষীরা শিল্প ঐক্যজোটের সদস্য সচিব প্রাণ নাথ দাশ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী অলোক সরকার।