জাতীয়

দুই শিশুকে আলাদা করার অপারেশনে একধাপ অগ্রগতি

By Daily Satkhira

March 01, 2018

বাংলাদেশের পাবনায় মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া দুটি শিশুর অপারেশনে একধাপ অগ্রগতি হয়েছে। ডাক্তাররা বলছেন, ১৮-মাস বয়সী রাবেয়া ও রোকাইয়ার মাথায় যে যুক্ত রক্তনালী ছিল গতকাল সেটা বন্ধ করে দেয়া হয়েছে, যাতে দুজনের জন্য আলাদা রক্তনালী চালু হয়। শিশু দুটি ভাল আছে এবং তাদের জ্ঞানও ফিরেছে বলে তারা বলছেন। খবর বিবিসি বাংলা। চিকিৎসকরা বলছেন, এখন তারা শিশু দুটির অবস্থা পর্যবেক্ষণ করবেন। আলাদা রক্তনালী তৈরি হলে তিনমাস পরে আবার একটি সার্জারি করা হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন মোঃ শফিকুল ইসলাম বলছেন, ‘পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখেছি, তাদের মূল ধমনী বা শিরার পাশে কিছু বিকল্প শিরা আছে। আমরা আমরা সেটি বন্ধ করে দিয়েছি, ফলে বিকল্প শিরাগুলি আস্তে আস্তে সচল হয়ে উঠবে বলে আশা করছি। এভাবে আস্তে আস্তে তাদের দুজনের মাথার আলাদা কাঠামো তৈরি হবে। এরপর আমরা সার্জারি করে দুজনকে আলাদা করতে পারবো।’