ফিচার

প্রতি ১৬ পুরুষের মধ্যে একজন যৌন হয়রানির শিকার

By Daily Satkhira

March 01, 2018

অস্ট্রেলিয়ায় প্রতি ১৬ পুরুষের মধ্যে একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন হয়রানির শিকার হন বলে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের (এআইএইচডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত গবেষণামূলক ওই রিপোর্টে উঠে এসেছে, প্রতিদিন অস্ট্রেলীয় নারীরা পারিবারিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

সম্প্রতি প্রকাশিত গবেষণামূলক ওই রিপোর্টে উঠে এসেছে, প্রতিদিন অস্ট্রেলীয় নারীরা পারিবারিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

অস্ট্রেলিয়ার প্রতি ছয় নারীর একজনকে শারীরিক বা যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হল।

অন্যদিকে, প্রতি ১৬ পুরুষের একজন তাদের স্ত্রী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়ে থাকেন। পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রতি চারজনের তিনজনই পুরুষের হাতে নির্যাতনের শিকার হচ্ছে। এক্ষেত্রে গড়ে প্রতি সপ্তাহে একজন মহিলা ও প্রতি মাসে একজন পুরুষ তাদের বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে প্রাণ হারাচ্ছেন। যৌন হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে ৯৬ শতাংশই বলেছেন, তারা পুরুষ সঙ্গীর দ্বারাই নির্যাতিত হয়েছেন।

এআইএইচডব্লিউ’র মুখপাত্র লুইস ইয়র্ক সংবাদ মাধ্যমকে বলেন, ‘নারীরা তাদের বাড়িতে ও আপনজনের হাতেই বেশি নির্যাতিত হয়। অপরদিকে পুরুষরা সাধারণত ঘরের বাইরে এবং অনাত্মীয়দের মাধ্যমেই নির্যাতিত হয়ে থাকে। ’