সাতক্ষীরা

লাবসা জামাতের আমির নাশকতার আসামি শহিদুল মাদ্রাসার সুপার হতে চান !

By Daily Satkhira

March 01, 2018

মাহাফিজুল ইসলাম আককাজ: লাবসা ইউনিয়নের জামাতের আমীর মানিকহার দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী নাশকতা মামলার আসামী মো. শহিদুল ইসলাম এবতেদায়ী জুনিয়র অভিজ্ঞতা দেখিয়ে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে চাকুরী নেওয়ার পায়তারা করছে। ইতিমধ্যে সে অভিজ্ঞতার সনদ জালিয়াতি করে সিনিয়র টাইম স্কেল গ্রহণ করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগ রয়েছে। বিগত কয়েক বছর আগে মাল্টি মিডিয়া পারপার্স নির্ভরতা গ্রুপের নাম করে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ ও হয়রানী করার অভিযোগ রয়েছে। সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের রাজ মিস্ত্রী আব্দুস সামাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুকৌশলে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এধরনের অনেক গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা ও দীর্ঘদিন হয়রানী করে আসছে। স্থানীয় কিছু আওয়ামীরীগ নেতাকে ম্যানেজ করে নাশকতা মামলার আসামী লাবসা ইউনিয়নের জামাতের আমীর হওয়া সত্বেও গা ফুলিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং সে নানা কুকর্ম করেও কিভাবে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার পদে যোগদান করার পায়তারা চালাচ্ছে? বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে রাজনগর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি থেকে আওয়ামীলীগ নেতাদের বাদ দিয়ে জামাত নেতারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কুঙ্খিগত করে রেখেছে এবং গোপনে শিক্ষার্থীদের জঙ্গিবাদের উস্কানীমুলক প্রচারনার অভিযোগ ও রয়েছে। এব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষ ও সচেতন মহল নাশকতা মামলার আসামী ও জামাতের আমীর শহিদুলকে অবিলম্বে গ্রেফতার করতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।