ফিচার

শ্যামনগরে দারিদ্রের ঘরের অবকাঠামো মেরামতের ব্যবস্থা করলেন- এমপি জগলুল হায়দার

By Daily Satkhira

March 01, 2018

আব্দুল আলিম, শ্যামনগর: শ্যামনগরে এক হত দরিদ্রের বাড়িতে গিয়ে তার ভগ্ন কুঠীরের অবকাঠামো মেরামত ও নতুন চাল স্থাপনের ব্যবস্থা করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।

বুধবার হঠাৎ করেই শ্যামনগর উপজেলার দেবালয় গ্রামের হতদরিদ্র দিনমজুর গনির মেয়ে স্বামী পরিত্যক্তা নাজমা বেগমের বাড়িতে মানসম্মত খাবার নিয়ে হাজির হন সংসদ সদস্য। একজন এমপিকে এভাবে নিজের ভগ্ন কুঠিরে পেয়ে মহাখুশি জনমজুর নাজমা সবাইকে সাংসদের আনা খাবার একসাথে খাবার আর্জি জানায়। নাজমার আর্জিতে তার বাড়ির ভগ্ন কুঠিরের মেঝেতে পাটিতে বসে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন সংসদ সদস্য। এসময় নাজমার বাড়ির ভগ্ন অবস্থা দেখে এমপি জগলুল হায়দার দ্রুত নাজমা বেগমের ঘরের অবকাঠামো মেরামত ও নতুন চাল স্থাপনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। যে কথা সেই কাজ ,অসহায় গরিবকে দেওয়া আশ্বাসের বাস্তবায়ন করলেন এক দিনের ব্যাবধানে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায়। এসময় ঘর মেরামতের বিভিন্ন সরঞ্জাম ও চাল ছাউনির সামগ্রি নিয়ে নাজমা বেগমের বাড়িতে হাজির হন সংসদ সদস্য। এসময় উপস্থিত ছিলেন এমপি পত্নী ফাতেমা হায়দার রওজা, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, প্রেসক্লাবের আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পী, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সমাজসেবক মোহাম্মদ আলি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। সংসদ সদস্যের এমন কাজে সকল এলাকাবাসি তার জন্য প্রানভরে দোয়া করেন।