শ্যামনগর ব্যুরোঃশ্যামনগরে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে নওয়াঁবেকি গনমূখী ফাউন্ডেশনের (এনজিএফ) বাস্তবায়নে কাঁকড়া চাষ ব্যবস্থাপনা ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় PACE এর আওতায় “কাঁকড়া চাষ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আয়োজনে উক্ত মেলাটি শুরু হয় এবং শেষ হয় বিকাল ৫ টায়। মেলায় কাঁকড়া চাষ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের নানা বিষয তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্রদর্শন করা হয় এবং বিজ্ঞান সম্মত উপায়ে কাঁকড়া চাষের উপরে কাঁকড়া চাষ, হিজড়া কাঁকড়া চাষ, মাছের সাথে কাঁকড়ার মিশ্র চাষ, কাঁকড়ার পোনা নার্সিং এবং কাঁকড়ার মোটাতাজাকরন নামক ৫ টি প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় আগত সকলকে প্রকল্পের বিষয়ে অবিহিত করতে বিভিন্ন প্রকার লিপলেট এবং বই দেওয়া হয়। মেলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারূক হুসাইন সাগর, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি জাহিদ হোসেন, সভাপতিত্ব করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর আশুতোষ বিশ্বাস, অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আব্দুল আলিম সহ সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।