আন্তর্জাতিক

আর কয়েক ঘণ্ট পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন; শেষ মুহূর্তের হিলারি ও ট্রাম্প

By Daily Satkhira

November 08, 2016

অনলাইন ডেস্ক: আর কয়েকঘণ্ট পরেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ইতিহাসে নজিরবিহীন বিদ্বেষপূর্ণ এক প্রচারণা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিবিসি-র শেষ মুহূর্তের জরিপে হিলারি ক্লিনটন ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের থেকে।

প্রচারণার শেষ দিনে ফ্লোরিডায় ট্রাম্প বলেছেন, তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রকে প্রত্যাখ্যানের এটিই শেষ সুযোগ। আর পিটসবুর্গে হিলারির আহ্বান বিভাজন ঘুচিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার।

এদিকে হিলারি ক্লিনটনের মেইলে বেআইনি কিছু নেই- রবিবার এফবিআই এর এমন ঘোষণার পর নানা দেশের স্টক মার্কেটের ঊর্ধ্বগতি হয়েছে।

ওয়াল স্ট্রিটে শেয়ারগুলো দুই শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে।

টানা নয় দিন পড়তির দিকে থাকার পর ইউরোপ ও এশিয়ার মার্কেটগুলো শেয়ারের ঊর্ধ্বগতি অবস্থা থেকেই সাপ্তাহিক বন্ধে গেছে।

ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ইমেইল করার ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসাবধান ছিলেন কিন্তু তাতে অপরাধমূলক কিছু পায়নি এফবিআই।

আর এতেই মিসেস ক্লিনটনের নির্বাচনে জেতার সম্ভাবনা উন্নতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে তার বিরুদ্ধে কারচুপি করা হচ্ছে।