কালিগঞ্জ

কালিগঞ্জে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত

By daily satkhira

March 01, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলসহ অফিসের কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা (যুগ্মসচিব) মোস্তফা ফারুক, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) রুহুল আমিন ও সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা (উপ-সচিব) মাজহারুল ইসলাম তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। চাহিদামত টাকা না দেয়ায় জাতীয় পরিচয়পত্র দিতে কালক্ষেপন হয়রানিসহ বিভিন্ন ধরণের অভিযোগ উপস্থাপন করেন। উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের মৃত বরকত উল্ল্যাহ গাজীর ছেলে জমাত আলী গাজী ও তার স্ত্রী সুনজিলা বেগম, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আহম্মেদ আলী সরদার, কুল্লেরডাঙ্গা গ্রামের মৃত নুরুজ্জামান গাজীর ছেলে রেজাউল ইসলাম, ব্রজপাটুলিয়া গ্রামের সহর আলী কারিগরের ছেলে রেজাউল করিম, সুশান্ত বিশ্বাসের স্ত্রী অর্পণা বিশ্বাসসহ একাধিক ব্যাক্তি তদন্ত কমকর্তার নিকট জানান, স্থান পরিবর্তন, নাম সংশোধনসহ জাতীয় পরিচয়পত্রের কোন ভুল সংশোধন করতে গেলে মোটা অংকের টাকা দাবি করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় এলাকার সাধারণ মানুষ উপজেলা নির্বচন কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মন্ডলসহ দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের অপসারণের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্ম সচিব) মোস্তফা ফারুক অভিযোগের সুষ্ঠুভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ^াস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনান।