কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা পরিষদের ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান

By daily satkhira

March 01, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দুস্থ ব্যক্তিবর্গের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও অর্থ সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীণ কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান উপস্থিত থেকে উপজেলার কোমরপুর গ্রামের মৃত আনোয়ার আলী কারিকরের ছেলেকে ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক, পূর্ব নারায়নপুর গ্রামের সুবোল সরকারের ছেলে তারক সরকারকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত আনার হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, কুশুলিয়া গ্রামের রাশেদ গাজীর স্ত্রী শিলা বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, কুশুলিয়া গ্রামের মীর সিরাজুর ইসলামের ছেলে মীর হাফিজুর রহমানকে ১ বান টিন ও ৩ হাজার টাকা চেক, রাসেল স্মৃতিসংসদের ছাউনি নির্মাণের জন্য ১ বান টিন ও ৩ হাজার টাকা, গণপতি গ্রামের মৃত রিয়াজুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, মহৎপুর গ্রামের জেহের আলী মোড়লের ছেলে শাকের আলীকে ১ বান টিন ও ৩ হাজার টাকা, রতনপুরের মনসা মন্দিরের জন্য ১ বান টিন ও ৩ হাজার টাকা, ঘুশুড়ি গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে মনিরুল মোল্লাকে ২ বান টিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।