বিনোদন

ববির বিজলী আধুনিক সময়ের নির্মাণ

By Daily Satkhira

March 02, 2018

সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র ‘বিজলী’। ছবিটিকে আধুনিক সময়ের নির্মাণ বলে আখ্যা দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ‘বিজলী’ নায়িকা ববির প্রথম প্রযোজিত চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর।

সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। সবার কাছেই ছবিটি ভালো লেগেছে। বিশেষ করে ছবিতে যে গ্রাফিকস অ্যানিমেশন করা হয়েছে, তা অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে ছবিটি আধুনিক সময়ের নির্মাণ মনে হয়েছে।’

দিলু আরো বলেন, ‘ছবির গল্পে ববিকে আমরা সুপার হিরোইন হিসেবে দেখেছি। বিশেষ ক্ষমতার একটি মানুষ, যাকে নিয়ে ছবির গল্প। অনেক দিন ধরেই আমাদের দেশে এ ধরনের গল্প নিয়ে ছবি নির্মাণ হচ্ছে না। এর আগেও এমন গল্প নিয়ে কিছু ছবি নির্মাণ হয়েছি। তখন টেকনোলজি উন্নত ছিল না, অনেকটাই আলিফ-লায়লা কোয়ালিটি ছবি ছিল সেগুলো, কিন্তু এই ছবিতে আমার সবকিছু পরিপূর্ণ মনে হয়েছে।’

ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।