ফিচার

সাতক্ষীরা প্রাণ সায়র খালের দু’ধারের সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

By Daily Satkhira

March 02, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধনে ৩০ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেশ মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। প্রাথমিকভাবে শহরের পাকাপোল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ^বর্তী ব্রিজ পর্যন্ত শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণ সায়র খালের দুই ধারে ৩শ’ ৯৬ মিটার এলাকা জুড়ে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি শেষ হলে শহরের মানুষ সকাল বিকেল একটু প্রশান্তি পাবে এবং এই এলাকায় নান্দনিক পার্কের আদলে গড়ে তোলা হবে। চলতি বছর এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দিবা খান সাথি, অনিমা রাণী মন্ডল, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ^াস ও সহকারি প্রকৌশলী কামরুল আকতারসহ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা-সাগর।