সাহিত্য

শুভ্র আহমেদ-এর কবিতা

By Daily Satkhira

March 02, 2018

অনেক দিন আগের গল্প

অনেক দিন আগের গল্প বাতাস প্রথম ভালোবেসেছিল ফড়িংয়ের ডানা প্রকৃত কারণ সকলের ছিল অজানা আমি বামন তবু যখন আকাশ ধরতে যাই পাখির রাজ্যে পাখি খুঁজতে পাখি নয় ফড়িং হারাই নিছক গল্প, সত্য না কল্প মহাবিশ্বে এসবের মূল্য অল্প তাও জানি। তবু ভয় তবু বিস্ময় কথায় কথা বাড়লে কী এমন ক্ষতি রতিযাত্রায় সে বা আমি হারলে বামে ভয় কেনোনা বামেই হৃদয় ‘দাস ক্যাপিটাল’ নামে সেখানে আজো রোদ ওঠে ঝড় হয় নটে মুড়োলো গল্প ফুরোলো।

 

 

ডাকবাক্স

প্রতিটি বাদাম ভেঙে দু টুকরো করি এক টুকরো এবং রাখি তোমার জন্য পার্কের তাপস বেঞ্চগুলোয় প্রফুল্ল বাতাসের সাম্যবাদ আর জোছনার অসহ্য লুটোপুটি চাঁদ। যৌবনের চোখ ব্যঞ্জনায় গভীর আর নরম অনেক আমার প্রেম এরও চেয়ে বেশি রঙিন অর্থময়; অপেক্ষায় অনেক নিঃসঙ্গ রাত করেছি পার তোমাকেই ভীষণ দরকার আজ রাতে আমার।