সাতক্ষীরা

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সভা

By daily satkhira

March 02, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি বই পড়–য়াদের মনের খোরাক জোগায়। বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে হিংসা বিদ্বেশ সমাজ থেকে দুর হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে সামনের দিকে এগিয়ে নিতে সকল সাদা মনের মানুষদের এগিয়ে আসতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইব্রেরির আজীবন সদস্য সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, উপভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জী ও শেখ হারুন উর রশিদ প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আজীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থিত সকল আজীবন ও সাধারণ সদস্যদের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বর্তমান কমিটি বহাল রাখার সিদ্ধার্ন্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।