অনলাইন ডেস্ক: বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস।
চিটাগং ভাইকিংসের ১৬১ রানের জবাবে ১৩২ রানে থেমে যায় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজমুল হাসান শান্ত। ৪৪ বলের ইনিংসে ৬টি চারে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ম্যারলন স্যামুয়েলস ২৩।
এর আগে তামিম ইকবালের অর্ধশতক ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে তিন উইকেট হারিয়ে ১৬১ রান করেছে চিটাগং। শোয়েব মালিক ২৮ বলে ৪২ ও জহুরুল ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
মঙ্গলবার নতুন সূচিতে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হন মাশরাফি-তামিম। টস জিতে তামিমদের ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই অর্ধশতক করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার দুর্দান্ত ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিল চিটাগং ভাইকিংস। মাত্র ৩২ বল মোকাবেলায় ৬টি চার ও দুই ছক্কায় ফিফটি তুলে নেন তামিম। আর তার ইনিংস শেষ হয় ৩৮ বলে ৫৪ রান করে।