আশাশুনি

আশাশুনির বড়দলে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ !

By daily satkhira

March 02, 2018

আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে সরকারি রাস্তা দখল করে নির্মাণ হচ্ছে বসত ঘর। সরেজমিন ঘুরে দেখা গেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রীজের নিচে থেকে গোলায়াডাঙ্গা বাজার পর্যন্ত আদর্শ গ্রামের পিছনের রাস্তা দখল করে এ ঘর নির্মাণ করছেন একই গ্রামের সিদ্দিকের স্ত্রী আমেনা বেগম। রাস্তার এক তৃতীয় অংশ দখল করে নির্মাণ হচ্ছে ঘরের ভীত। ঘরের বিপরিতে ব্রীজের তলা ভরাট করে রাস্তাটির দিক পরিবর্তন করা হচ্ছে। এব্যাপারে এলাকার একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, এই রাস্তা দিয়ে আগে ৩ চাকার বিভিন্ন যানবাহন চলাচল করত। কিন্তু রাস্তাটি বর্তমানে দখল করায় মহিলা বলে ভয়ে তাকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আমেনা বেগম জানান আমি রাস্তা দখল করলেও অন্য পাশে মাটি দিয়ে রাস্তা নির্মাণ করে দিয়েছি, তাহলে সমস্যা কোথায়? এব্যাপারে বড়দল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ কুমার জানান আমি ঘটনা স্থলে গিয়ে ঘর নির্মানের কাজ বন্ধ করে রাস্তা উপর থেকে মাটি সরানো নির্দেশ দিয়েছি। কিন্তু শুক্রবার অফিস বন্ধ থাকায় তারা পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে আমি জানতে পেরেছি। পরবর্তীতে দফাদার পাঠিয়ে কাজ বন্দের নির্দেশ দিয়েছি। রবিবার অফিস খুললে ব্যবস্থা গ্রহণ করা হবে।