সাতক্ষীরা

সাতক্ষীরায় তিন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

March 03, 2018

প্রেস বিজ্ঞপ্তি: বিখ্যাত বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা ও জামাল নজরুল ইসলাম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় শহীদ রীমু স্মরণিস্থ সকাল কম্পিউটার সেন্টারে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি সকাল সরকারের সভাপতিত্তে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জনার্দন দত্ত নান্টু। আরো আলোচনা করেন বাসদ সাতক্ষীরা জেলার সমন¦য়ক কমরেড নিত্যানন্দ সরকার, আবু তালেব মোল্লা, ইশারত আলী, তপতী মল্লিক, প্রমুখ। প্রধান আলোচক জনার্দন দত্ত নান্টু তার আলোচনায় তিন বিখ্যাত বিজ্ঞানীর জীবনের নানা দিক ও তাঁদের বিজ্ঞান গবেষণার বিষয়বস্তু বর্ণনা করে আজকের দিনেও শিক্ষার্থীদের তাঁদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।