আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ফুকুয়োকা শহরে হঠাৎ রাজপথের একটি অংশ মাটিতে দেবে গিয়ে বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োশুর ব্যস্ত শহর ফুকুয়োকার হাকাতা স্টেশনের কাছে আজ ভোরে হঠাৎ করে রাজপথের একটি অংশ দেবে ৩০ মিটার গর্তের সৃষ্টি হয়।
দুর্ঘটনাস্থলের পাশেই একটি পাতাল রেল লাইনের কাজ চলছিল। বিশেষজ্ঞদের ধারণা এর ফলেই ভূমিধসে মহাসড়কটি দেবে গেছে।
তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া না গেলেও রাস্তার নিচের বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ লাইন ভেঙ্গে গেছে।
জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম নিপ্পন হসো কিয়কাই (এনএইচকে) জানিয়েছে, এ ঘটনার পর বিদ্যুৎ না থাকায় এক বৃদ্ধা সিঁড়ি থেকে পা পিছলে পরে আহত হওয়ার খবর ছাড়া আর কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।