আন্তর্জাতিক

জোর করে হিজাব খোলায় দেড় কোটি টাকা জরিমানা!

By Daily Satkhira

March 03, 2018

তিন নারীর সাথে আইনি সমঝোতায় পৌঁছেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। জোর করে হিজাব খুলে ফেলার একটি মামলায় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। ওই নারীদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মামলার বাদী তিন তরুণীর অভিযোগ, সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা। ওই সময় তাদের ছবিও তুলেছিলেন ওই কর্মকর্তারা।

নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে ২০১৫ সালে কর্মকর্তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়, ধর্মীয় প্রয়োজনে যারা পর্দা করে মাথা ঢেকে রাখেন, সেটা খুলে ফেলা যাবে। সেই নির্দেশনা অনুযায়ী এ ধরনের কাণ্ড ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি জানান, কেবল মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না মামলাটি। অন্য ধর্মের যাদের মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তারাও এই রায় থেকে উপকার পাবেন।