আন্তর্জাতিক

ত্রিপুরার দুর্গও হারাল বামরা

By Daily Satkhira

March 03, 2018

পশ্চিমবঙ্গ পতন ঘটলেও ত্রিপুরায় লাল পতাকা উড্ডীন রেখেছিলেন মানিক সরকার; এবার বিজেপির কাছে সেই দুর্গও হাতছাড়া হল বামদের।

ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য ত্রিপুরার বিধান সভা নির্বাচনের যে ফল এসেছে শনিবার দুপুর পর্যন্ত; তাতে দেখা যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এই রাজ্যটির ক্ষমতায় বসতে যাচ্ছে।

রাজ্যটিতে আগের নির্বাচনেও নরেন্দ্র মোদীর দলের কোনো অবস্থান ছিল না। এখন কংগ্রেসকে পেছনে ফেলে সিপিএমকেও ঠেলে জয় নিয়েই এই প্রথম ছোট রাজ্যটিতে সরকার গড়তে যাচ্ছে বিজেপি।

ত্রিপুরার ৬০টি বিধান সভার আসনের মধ্যে ৫৯টিতে গত ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়। সিপিএমের এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছিল।

শনিবার আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে ভোটগণনা শুরুর আগেই বুথফেরত জরিপগুলো গেরুয়াধারীদের জয়ের আভাস দিচ্ছিল।

দুপুরে টাইমস অব ইন্ডিয়া ৫৯ আসনের অধিকাংশটিতে বিজেপির জয়ের আভাস দিয়েছে। তারা বলছে, বিজেপি জিতছে ৪২টি আসনে, অন্যদিকে বাম ফ্রন্ট জিতছে ১৬টি আসন।

এই রাজ্যে সরকার গঠনে প্রয়োজন ৩১টি আসন; ফলে কেন্দ্রের শাসক বিজেপি এই রাজ্যটিও শাসন ক্ষমতাও নিচ্ছে।

ত্রিপুরায় বাম ফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। ১৯৮৩ সালের নির্বাচনেও জয় ধরে রেখেছিল তারা। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে হারলেও পরের ভোটেই (১৯৯৩ সালে) ক্ষমতা পুনরুদ্ধার করে বাম ফ্রন্ট। তারপর টানা চার বার ক্ষমতায় মানিক সরকার। গতবারও জিতেছিল ৬০টির মধ্যে ৫০টি আসন।

টানা ৩৪ বছর শাসনের পর ২০১১ পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটলেও মানিকের নেতৃত্বে ত্রিপুরায় দুর্গ আগলে রাখছিল তারা। এখন তাও হারাতে হল।

হিন্দুত্ববাদী দল বিজেপি এর আগে কখনও ত্রিপুরায় কোনো আসন না জিতলেও এবার বেশ আঁটঘাট বেঁধে নেমেছিল।

সৎ, নির্লোভ ভাবমূর্তির মানিক সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে অর্থ ও গ্ল্যামারের তুমুল প্রদর্শনী ছিল বিজেপির পদ্মফুল মার্কাধারীদের।

ত্রিপুরার পাশাপাশি মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যেও ভোটগণনা চলছে।

মেঘালয়ে কংগ্রেস এগিয়ে থাকলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কেউ পাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে। রাজ্যটিতে বিজেপি জিতছে ৬টি আসনে।

তবে নাগাল্যান্ডে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি; বিধান সভার ৬০ আসনের মধ্যে ২৯টিতে তারা জিততে চলেছে, তাদের পেছনে রয়েছে আঞ্চলিক দল এনপিএফ, তারা এগিয়ে আছে ২৬টিতে, কংগ্রেস জিতছে একটি আসন।