জাতীয়

ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

By Daily Satkhira

March 03, 2018

এনএসআইয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগে সোহাগ মোল্লা (৩০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফরিদপুরের ভাংগা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রতারণার সহযোগী হিসাবে এক মহিলাকেও এসময় আটক করা হয়।

ভাংগা থানা পুলিশ জানায়, সোহাগ মোল্যা দীর্ঘদিন ধরে এনএসআই এ্যাসিসটেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। ভাংগা বাজারের টাইলস ব্যবসায়ী মোঃ জিকরিয়া মোল্লাকে মহিলা দিয়ে ফাঁদে ফেলে কৌশলে কুষ্টিয়া জেলায় নিয়ে জোরপূর্বক সুবর্ন খন্দকারকে বিয়ে করতে বলে। এতে জিকরিয়া অসম্মতি জানালে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক কাবিননামায় সই নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন ভাবে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে ভাংগা থানায় অভিযোগ দাখিল হলে তদন্তে নামে পুলিশ।

পুলিশের তদন্তে সোহাগ মোল্লার নানা অপকর্মের ফিরিস্তি ধরা পড়ে। পরে পুলিশ ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দার নিজ বাড়ী থেকে সোহাগ মোল্লাকে আটক করে। সোহাগ মোল্লার সহযোগী হিসাবে সুবর্ন খন্দকার (৪০) নামের এক মহিলাকেও আটক করা হয়।

ভাংগা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, অভিযোগের ভিক্তিতে তাকে আটক করা হয়েছে। জিকরিয়া মোল্লাকে মারধর ও টাকা নেবার ঘটনাটি ভিডিও এবং অডিও রেকর্ড উদ্ধার করা হয়েছে। সোহাগ মোল্লা নিজেকে এনএসআইয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ চক্রের সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। আটককৃত সোহাগ মোল্লা ও সুবর্ন খন্দকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।