দেবহাটা

দেবহাটার পুষ্পকাটিতে প্রবাসির স্ত্রীকে অপহরণ

By daily satkhira

March 03, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটার পুষ্পকাটিতে প্রবাসি এক ব্যক্তির স্ত্রীকে অপহরনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী ইকবাল কবিরের দুলাভাই শফিকুল ইসলাম অপহরণকারী সুমন হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, আমার শ্যালক কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে মালেয়েশিয়া প্রবাসী ইকবাল কবিরের সাথে দীর্ঘ ১০ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক দেবহাটার পুষ্পকাটি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে খাদিজা খাতুনের (২৬) বিয়ে হয়। বিয়ের এক বছর পর আমার শ্যালক জীবিকার তাগিদে ইকবাল কবির মালেয়েশিয়া চলে যায়। এরপর তার স্ত্রী খাদিজা খাতুন বেশী ভাগ সময় তার বাবার বাড়ি দেবহাটার পুষ্পকাটিতে অবস্থান করতে থাকে। এই সুযোগে তাদের প¦ার্শবর্তী গ্রামের সদর উপজেলার আলীপুর চেকপোষ্ট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুমন (২৬) তাকে প্রায়ই উত্যক্ত করতো। এরই জের ধরে গত ১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় খাদিজা খাতুন তার বাবার বাড়ির সামনে বাহির হলে অপহরনকারী সুমন, সিরাজুল, জাফর, রজবসহ অজ্ঞাত ২/৩ জন তাকে (খাদিজাকে) ফুসলাইয়া প্রাইভেটকার যোগে অপহরন করে নিয়ে যায়। ঘটনাস্থলে এ সময় উপস্থিত স্বাক্ষী মাসুম বিল্লাহ, মহসিন ও আহসান হাবিব আসলে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আমার শ্যালক ইকবাল কবির বিদেশে থাকার কারনে আমি শফিকুল ইসলাম বাদী হয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় একটি অভিযোগ দাখিল করি। শফিকুল ইসলাম এ সময় তার শ্যালকের স্ত্রী খাদিজা খাতুনকে উদ্ধারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।