জাতীয়

৩৮টি সেলাই পড়েছে জাফর ইকবালের শরীরে

By Daily Satkhira

March 04, 2018

সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মহম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে ৩৮টি সেলাই দেয়া হয়েছে। এরমধ্যে তার মাথায় ২৬টি, বাম হাতে ৬টি এবং পিঠের বাম পাশে আরও ৬টি সেলাই দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমানী হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান চৌধুরী।

তিনি জানান, জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। তার মাথার পেছনে রড অথবা কাঠের টুকরো দিয়ে আঘাত করা হয়েছে। আর হাতে এবং পিঠে ধারালো অস্ত্র বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলে তার শরীরে ৩৮টি সেলাই রয়েছে।

ইএনটি বিভাগের প্রধান এবং ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এন কে সিনহাকে সভাপতি এবং আরও চারজনকে সদস্য করে বোর্ড গঠন করা হয়েছে।

অন্যরা হলেন, হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান চৌধুরী, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রশিদুন্নবী খান, এন্থেশিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সব্যসাচী রায়, নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তদের হামলার শিকার হন জাফর ইকবাল। তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।