কলারোয়া

কলারোয়া ন্যাশনাল সার্ভিসে শিক্ষিত বেকারদের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান

By Daily Satkhira

March 04, 2018

জাহাঙ্গীর আলম লিটন: কলারোয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ ম ব্যাচের প্রশিক্ষণ শেষে ও ১ম ব্যাচের সকল প্রশিক্ষনাথী কর্মীদের কলারোয়া উপজেলার  স্কুল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শনিবার অফিস চলাকালিন সময়ে যোগদান করতে দেখা যায়।

শনিবার (৩ রা মার্চ) সকার ১০টার দিকে কলারোয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের, সরেজমিনে নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে  যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ১ ম ব্যাচের প্রশিক্ষণাথী তাদের কর্ম সংস্থানে যোগদানের ব্যাপারে জানতে চাইলে অত্র বিদ্যালয়েরর প্রধান শিক্ষীকা  পারুল আক্তার সাংবাদিকদের জানান সরকার যে পদক্ষেপ নিয়েছে বেকারদের কর্ম সংস্থানের ব্যাবস্থা করে সেটা অবশ্যয় প্রশংসার দাবি রাখে। এসম অত্র প্রতিষ্ঠানে সদ্য যোগদান কারি শরিফুর ইসলাম চঞ্চল এর নিকট তার অভিব্যাক্তি জানতে চাইলে তিনি বলেন বেকার থাকাটা যে কি অভিশাপ সেটা আমি বোঝাতে পারবোনা, সরকার ২ বছরের জন্য কর্মসংস্থানেরর ব্যবস্থা করেছে এতে চিরকৃতঞ্জ থাকবো। এসময়  নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম ঘুরে দেখে যায় সুন্দর ক্লাসরুম যাহা পাঠদানের সহায়ক কোমল মতি শিশুদের স্কুলে আসতে ও শিক্ষা গ্রহন করতে সহায়ক ভূমিকা পালন করবে।এসম বিদ্যালয়ের উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম শিক্ষীকা রেবেকা খাতুন,শিরিনা সুলতানা,এরিনাজ পারভীন,রোকেয়া সুলতানা,রুবিনা আফরোজ।উল্লেখ থাকে যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার, বেকারত্ব ঘুচাবে সরকার’ স্লোগানে এই কর্মসূচিতে ২৪ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক ও যুবমহিলাদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাসের মৌলিক প্রশিক্ষণ প্রদান শেষে ২ বছরের জন্য কর্মসংযুক্তিতে নিযুক্তরা প্রশিক্ষণ চলাকালীন দৈনিক ১০০ টাকা হারে ও প্রশিক্ষণোত্তর দৈনিক ২০০ টাকা হারে কর্মভাতা পাবেন বলে জানা গেছে।