ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী ড. ইয়াসমিন হক। তিনি সবার কাছে জাফর ইকবালের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, সবার উদ্দেশে বলতে চাই, জাফর ইকবাল মানসিকভাবে খুবই ভালো আছেন। তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিএমএইচে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এর পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কনসালটেন্ট সার্জন জেনারেল মুন্সী মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ড. জাফর ইকবাল সুস্থ আছেন। তিনি সংঙ্কামুক্ত। তিনি কথা বলছেন। তিনি এখন আইসিইউতে আছেন। পুরোপুরি সুস্থ হতে আরো কিছু দিন সময় লাগবে।
গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিএমএইচে নিয়ে আসা হয় রাতেই।