কলারোয়া

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩০ ভরি স্বর্ণের গহনাসহ দুই নারী আটক

By daily satkhira

March 04, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতে পাচারকালে ৩০ ভরি সোনার গহনাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে সোনা চোরাকারবারি জহুরুলের বাড়ি থেকে গয়না গুলো জব্দ করা হয়। আটক দুই নারী উপজেলার কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারি জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও মেয়ে সুমি খাতুন (১৮)। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমান জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,স্বর্ণ চোরাকাবারি জহুরুল ইসলাম ভারতে পাচার করার উদ্দেশ্যে কয়েক ভরি সোনার গহনা নিয়ে বাড়িতে অবস্থান করছে। তাৎক্ষনিকভাবে তার নেতৃত্বে সঙ্গীয় বিজিবি সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে চোরাকারবারি জহুরুল স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ৩০ ভরি এক আনা সোনার গহনাসহ ওই দুই নারীকে আটক করে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।