প্রাণ চায় প্রাণসায়র
শাহিনা কাজল
সাতক্ষীরা জেলার রূপকার প্রাণনাথ তাঁর নাম, ঊনিশ’শ সালে করলেও খনন সায়রের নেই দাম।
ইছামতির সংযোগ নদী লাবণ্যবতী হয়ে, বেতনা নদীর বুকের উপর চলতো ধকল সয়ে।
স্বচ্ছ জলের স্রোত ছিল ছিল তাজা রূপ, অতি ধকল সইছে এখন সবাই তবু চুপ!
খালটা ছিল দশ মাইলের আড়ে একশ ফুট, উত্তর দক্ষিণ চলতো নৌকা প্রস্থে নেই রূট। কলকাতা আর খুলনা থেকে যোগাযোগের জন্য, জোয়ান যুবক প্রাণসায়র ছিল অগ্রগণ্য।
প্রাণসায়র চায় যে প্রাণ শহরবাসির দাবি, আশীর্বাদও হয় অভিশাপ সেটাই এখন ভাবি।
পাপে শাপে ভরে গেছে আশীর্বাদের খাল, আসলে ফিরে খালটাতে ফের ফেলতো জেলে জাল।
লোভের বলি দখলদারের আবর্জনার কারখানা, দখল দুষণ শেষ হলেও চুষতে দেখি হাড়খানা।
প্রাণনাথ গেছে খালও গেছে আমরা বোবা ছাত্র, সকল প্রকার ময়লা ফেলার খালটা সবার পাত্র।
ছড়াক যতই দুর্গন্ধ আর ময়লা ফেলুক খালে, সবার মতো রুমাল চেপে যাচ্ছি সমান তালে।