আন্তর্জাতিক

কাশ্মীরে চেকপোস্টে গুলিতে পাঁচজন নিহত

By Daily Satkhira

March 05, 2018

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচ কাশ্মীরি নিহত হয়েছে। নিহতরা বিচ্ছিন্নতাবাদী ও তাদের সহযোগী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল রাতে এ ঘটনায় চারজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছিল। তবে আজ সকালে নিকটবর্তী এলাকায় আরেকজনের মৃতদেহ পাওয়া যায়।

ঘটনার সময় নিরাপত্তা বাহিনী একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেছিল। এতে একটি সন্দেহভাজন গাড়িকে থামার জন্য সংকেত দেওয়া হলে গাড়িটি থেকে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে গুলি করা হয়। এরপর পাল্টা গুলিতে গাড়িতে থাকা কাশ্মীরিরা নিহত হয়।

গতকাল রবিবার রাত ৮টার দিকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনকে সন্ত্রাসী ও অন্যরা তাদের সহযোগী বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত ‘সন্ত্রাসীকে’ শাহিদ আহমদ দার বলে শনাক্ত করা হয়েছে। তিনি সোপিয়ানের বাসিন্দা।

তার কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাড়িতে থাকা ওই তিন ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স (ওজিডব্লিউএস) বা সহযোগী ওই সন্ত্রাসীর সঙ্গে ছিল, তাদেরও মৃত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

চলতি বছরের জানুয়ারিতে সেনাবাহিনীর গুলিতে তিন ব্যক্তি নিহত হলে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর।