সাতক্ষীরা

আরইআরএমপি-২ প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরণ

By daily satkhira

March 05, 2018

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাতক্ষীরা সদর উপজেলার রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোর্ড মেইনটেনেন্স প্রোগ্রাম-টু (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সদ্য সমাপ্তকৃত মহিলা কর্মীগণের মাঝে সনদ পত্র ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসহায় নারীদের রোর্ড মেইনটেনেন্স প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা নারী সমাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শামছুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১শ’ ৪০ জন মহিলা কর্মী প্রত্যেকে ৩৭ হাজার টাকা করে মোট ৫১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্রেনিং অফিসার গোলাম রব্বানী।