সাতক্ষীরা

সাতক্ষীরায় ২দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী

By daily satkhira

March 05, 2018

নিজস্ব প্রতিবেদক : ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুই দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আইইএম ইউনিটের আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশানারা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পুর্বের তুলনায় দেশে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। জনসংখ্যা রোধ কল্পে দেশের মানুষকে সচেতন করতে হবে। জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. জি.এম মুজিবর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, মেডিকেল অফিসার ডা. রনজিত কুমার, ডা. আবুল বাসার, ডা. লিপিকা বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। দুইদিন ব্যাপি এ মেলায় সকাল ০৯টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদান করা হয়েছে এবং মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা মূলক প্রামান্য চিত্র প্রদর্শণ করা হয়েছে। দুই দিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উপলক্ষে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেরা স্টলের পুরস্কার দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।