কালিগঞ্জ

আবারও মশা নিধনের জন্য ডোবায় নামলেন এমপি জগলুল

By Daily Satkhira

March 06, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি(কালিগঞ্জ): নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের কষ্ট লাঘব করতে মশা নিধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এরই অংশ হিসেবে সোমবার সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামে কচুরিপানাযুক্ত ডোবা পরিষ্কার করতে শ্রমিকদের সাথে কোমরে গামছা বেঁধে নামেন তিনি। নিজেই কচুরিপানা পরিষ্কার করে কালিগঞ্জ উপজেলায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন এই সংসদ সদস্য। কাজের মাঝে বিরতিতে শ্রমিকদের সাথে মাটিতে বসেই কলা, পাউরুটি খান তিনি। লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে এমপি’র এমন জনসেবামূলক কর্মকান্ডের খবর পেয়ে সেখানে নারী-পুরুষসহ শত শত এলাকাবাসী এসে উপস্থিত হয়। এসময় সংসদ সদস্য তাদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি আমার প্রাণপ্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের সেবা করার সুযোগ দিবেন।” এসময় উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সাধারণ সম্পাদক নাজমুস সাদাত রাজা, রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।