খুলনা

পাইকগাছায় বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

By daily satkhira

November 08, 2016

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশব্যাপী অব্যাহত ধর্মীয় সংখ্যালঘুর উপর অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ৫ দফা দাবি সম্বলিত মানববন্ধনে এ্যাডঃ শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার এমপি এ্যাডঃ শেখ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রমেন্দ্রনাথ সরকার, শেখ মনিরুল ইসলাম, রতন কুমার ভদ্র। প্রভাষক রবীন্দ্রনাথ ও মৃত্যুঞ্জয় সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, অধীর কৃষ্ণ মন্ডল, ডাঃ অমলেন্দু রায়, দুলাল সরকার, মিঠুন মধু, সন্তোষ সরকার, দ্বিজেন মন্ডল, বিজন বিহারী সরকার, পরেশ মন্ডল, শংকর মন্ডল, চিত্তরঞ্জন হাওলদার। বক্তারা মানববন্ধনে নাসিরনগরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিগ্রস্থ মন্দির ও ঘর বাড়ি সরকারি খরচে নির্মাণ, মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ, নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের অপসারণ, হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশনের দাবি জানানো হয়।