খেলা

নিদাহাস ট্রফি শুরু আজ

By Daily Satkhira

March 06, 2018

তিনজাতি এ টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফি আজ মঙ্গলবার (৬ মার্চ) থেকে কলম্বোয় শুরু হতে যাচ্ছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (৮ মার্চ) ভারতের সাথে ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফিতে যাত্রা শুরু হবে টাইগারদের। এই সিরিজে অংশ নিতে রবিবার (৪ মার্চ) শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠেন টাইগাররা।

শ্রীলঙ্কায় আজ শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-২০ সিরিজ নিদাহাস ট্রফিতে তিন দলই খেলবে ভারপ্রাপ্ত অধিনায়কের নেতৃত্বে। পুরনো চোটের থাবায় আগেই দর্শক হয়ে যাওয়া সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের চোটে স্বাগতিক শ্রীলঙ্কার নেতৃত্ব বর্তেছে দিনেশ চান্দিমালের কাঁধে। ওদিকে বিরাট কোহলি বিশ্রামে থাকায় এ সিরিজে ভারত খেলবে রোহিত শর্মার নেতৃত্বে। অধিনায়কের মতো বাংলাদেশের কোচও ভারপ্রাপ্ত। সব মিলিয়ে এ যেন ভারপ্রাপ্তদের সিরিজ!

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে মূলত আমন্ত্রণমূলক এ সিরিজটি আয়োজন করা হয়েছে। নিদাহাস শব্দের অর্থ ‘স্বাধীনতা’।

লীগ পর্বে তিন দলই পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেরা দু’দল ১৮ মার্চ ফাইনালে খেলবে।

বাংলাদেশ ১৬ সদস্যের দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।

এর আগে, নিদাহাস ট্রফি জন্য গত সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক নজরে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সময়সূচি: তারিখ, সময় (বাংলাদেশ) ও ভেন্যু।

৮ মার্চ বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৭.৩০ আর.প্রেমাদাসা স্টেডিয়াম।

১০ মার্চ শ্রীলঙ্কা-বাংলাদেশ সন্ধ্যা ৭.৩০ আর.প্রেমাদাসা স্টেডিয়াম।

১৪ মার্চ বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৭.৩০ আর.প্রেমাদাসা স্টেডি।

১৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭.৩০ আর.প্রেমাদাসা স্টেডিয়াম।

১৮ মার্চ ফাইনাল সন্ধ্যা ৭.৩০ আর.প্রেমাদাসা স্টেডিয়াম।