ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার বিকেলে আটদলীয় পশুপতি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাতক্ষীরা একে ট্রাভেলস ক্রিকেট একাদশ বনাম কুল্যা টাইগার্স ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় সাতক্ষীরা একে ট্রাভেলস ক্রিকেট একাদশ ১৬ রানে কুল্যা টাইগার্স ক্রিকেট একাদশকে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাতক্ষীরা একে ট্রাভেলস ক্রিকেট একাদশের খেলোয়াড় আসাদুল ইসলাম। এই টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় সাতক্ষীরা একে ট্রাভেলস ক্রিকেট একাদশের অলরাউন্ডার রিপন হোসেন। খেলায় মাঠ পরিচালনা করেন রুহুল আমিন ও এবাদুল ইসলাম। খেলা শেষে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সভাপতি উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস, এম শহিদুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার অজিয়ার রহমান, মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, মেম্বার কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের কনক মাঝি, শামসুল আরেফিন রানা, রুহুল আমিন, আবুল খায়ের, আরিফুল ইসলাম, মাহিন আলম, কবিরুল ইসলাম সুজন, কামরুল ইসলাম, আল আমিন হোসেন, আলতাফ হোসেন, মোখলেছুর রহমান, মিলন হোসেন প্রমূখ। খেলা শেষে অতিথিবৃন্দরা রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিল্লাল হোসেন।