ফিচার

সাতক্ষীরায় ১৩ কোটি টাকার অবৈধ মাদক ধ্বংস করলো বিজিবি

By Daily Satkhira

March 06, 2018

নিজস্ব প্রতিবেদক: চোরাপথে ভারত থেকে আসা বিপুল পরিমান মাদকদ্রব্য আটকের পর তা ধ্বংস করা হয়েছে। এর দাম ১৩ কোটি টাকারও বেশি। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ এর সাতক্ষীরাস্থ ৩৮ ব্যটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য বুলডোজার দিয়ে মাড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ব্যাটালিয়নর কমান্ডার লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান এবং বিজিবি পুলিশ জেলা প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায় ২০১৪ সালের ১ এপ্রিল থেকে ২০১৮ সালের ৫ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার বোতল ফেনসিডিল, ১ কোটি সাড়ে ২২ লাখ পিস নেশা জাতীয় ট্যাবলেট, বিপুল পরিমান বিভিন্ন প্রকার মদ ও গাঁজা আটকের পর তা ধ্বংস করা হয়েছে। এর বাজার মূল্য ১৩ কোটি ৫ লাখ টাকা বলেও জানিয়েছে বিজিবি।