আশাশুনি

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

By Daily Satkhira

March 06, 2018

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো; সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যপক জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি সরকারি কলেজের উদ্যোগে উপজেলার প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। াশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান, সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তৃপ্তি রঞ্জন সাহা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সুশিল কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হোসেন আলী, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন জঙ্গিবাদের এখনো সমুলে মুলোৎপাটন সম্ভব হয়নি, ড. জাফর ইকবালে উপর হামলা তারই প্রমান করে। সরকারের কাছে মুক্তচিন্তার মানুষের রক্ষায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, জঙ্গিদের দমনে সরকার যেন দ্রুত ব্যবস্থা গ্রহন করেন। শুধু জাফর ইকবাল নয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মুক্তমনা, মৌলবাদে বিশ্বাসি নয় এমন শিক্ষকদেরও তার্গেট করা হয়েছে। এসময় তাদেরকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহন, ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষক মন্ডলী।