মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: ’শতভাগ ভর্তি নিশ্চিত করনের লক্ষ্যে’ উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১৮ উপলক্ষে আশাশুনিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় র্যালীর উদ্ধোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, ইদ্রিস আলী, শাহাজান আলী, মাছরুরা খাতুন, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।