খেলা

তিন বছর পর গেইলের সেঞ্চুরি

By Daily Satkhira

March 06, 2018

দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। বিশ্বকাপের বাছাইপর্বে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এ সেঞ্চুরির দেখা পান তিনি।

ওয়ানডে ফরম্যাটে এর আগে গেইল সেঞ্চুরি পান ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের দানবীয় এক ইনিংসই খেলেছিলেন গেইল।

এর মধ্যে অবশ্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরিটি করেছিলেন গেইল। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেদিন ৪৮ বলে পুরোপুরি ১০০ রানে অপরাজিত ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম।

এদিকে, মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিসের হয়ে ৭৮ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন গেইল। শেষ পর্যন্ত ৯১ বলে ৭টি চার ও ১১টি ছক্কায় ১২৩ করে বিদায় নেন। এটি ক্যারিবীয়ান তারকার ২৩তম ওয়ানডে সেঞ্চুরি। অবশ্য এই তিন বছরে গেইল ওয়ানডে খেলেছেন মাত্র ৯টি। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বই এর সবচেয়ে বড় কারণ। যদিও ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিস সরাসরি অংশ নিতে ব্যর্থ হওয়ার পর সেই বোর্ডের ডাকে সাড়া দিয়ে দলে ফিরেছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।