দেবহাটা ব্যুরো : দেবহাটা রতন হত্যা চেষ্টা মামলার ১ সন্ধিগ্ধ আসামী ও উপজেলার টাউনশ্রীপুরে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ১ জন আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঐ আসামীদেরকে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন আটক করেন। পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দক্ষ রাজনৈতিক কর্মী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন ২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেল যোগে পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকগজ দুরে সখিপুর টেলিফোন অফিসের কিছুদূর আগে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে পরপর ৩টি গুলি ছোড়ে। এতে তিনি বুকের ডানপাশে পাজড়ের নিচে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রতনের মা বাদী হয়ে দেবহাটা থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দামকে আটক করে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সকালে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ঐ মামলার সন্দিদ্ধ আসামী হিসেবে উপজেলার সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল বারী সরদারের ছেলে ওলিউল্লাহ (২৫) কে আটক করেন। এছাড়া ওসি কাজী কামাল হোসেন উপজেলার টাউনশ্রীপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামালউদ্দীনকে লাঞ্চিত করার মামলায় টাউনশ্রীপুর গ্রামের মোন্তেজ মিস্ত্রীর ছেলে মোসলেম আলী (৪০) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।