মো. রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবেএসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে, এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।