তালা

তালায় বাড়িতে আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষতি

By daily satkhira

November 08, 2016

তালা প্রতিনিধি : তালায় বৈদ্যুতিক শর্টসার্কিট  হয়ে সোমবার রাতে শিক্ষক মনোরঞ্জন দাসের এর বাড়ি আগুন লেগে কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শিক্ষক মনোরঞ্জন দাস উপজেলার জালালপুর ইউনিয়নের আটঘোরা গ্রামের অনিল কৃষ্ণ দেবনাথের পুত্র। সে আটঘোরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিঠু জানান, গত সোমবার রাতে মনোরঞ্জনদের বাড়ি ওর মা ছাড়া কেউ ছিলো না। সে হঠাৎ করে ঘরের পূর্ব পার্শ্বে পোড়া গন্ধ শুকে তাকিয়ে দেখে আগুন জ্বলছে। এসময় সে সজ্বরে চিৎকার করে ছুটে বাইরে চলে আসে। তার আত্মচিৎকার স্থানীয় লোকজন ছুটে এসে কলস, বাতলি, জগ ভরে পানি মারতে শুরু করলে এক পর্যায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষনে আগুনে পুরো ৩ টি ঘরের আসবাবপত্র,দলিল ফাইলপত্র সহ গুরত্বপূর্ন কাগজ, খাবার, কাপড়চোপড় সব পুরে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা বেশ কিছু ক্যাশ টাকাও পুড়ে যায়। সবমিলে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি শোনার পর তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান মোঃ মফিদুল হক লিঠু ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্থ শিক্ষকের বাড়িতে উপস্থিত হন এবং সমবেদনা জানান।