রাজনীতি

জেলা বিএনপি একাংশের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

By daily satkhira

November 08, 2016

নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরা জেলা বি.এন.পি একাংশের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের একে ট্রাভেলস্  কার্যালয়ে জেলা বি এনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা কর্মীরা জেল জুলুম হত্যার ভয় পায়না। বিগত পাঁচটি বছর এই আওয়ামী দূঃসাশনের সরকার বিএনপি নেতা কর্মীদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। জেল জুলুম, অত্যাচার নিপীড়ন চালিয়েছে বিএনপির নেতা কর্মীদের উপর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা সদা জাগ্রত। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে রাজনীতি করিনা। সাতক্ষীরা জেলা বিএনপির এক অংশের নেতাকর্মীরা রাম কানাইয়ের গন্ডির মধ্যে রাখতে চায় নেতাকর্মীদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত সৈনিকরা কখনো গন্ডির মধ্যে রাজনীতি করিনি আর করবেও না। হাজার চেষ্টা করেও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দমন করতে পারিনি আওয়ামী সরকার। আর কত নেতা কর্মীকে গুলি করবে হত্যা করবে, জেলে ভরে রাখবে। জাতীয়তাবাদী দলের লাখো সৈনিক জনতা সম্মিলিতভাবে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই করে যাবে। আমরা শহীদ জিয়াউর রহমানের আদশ্যে অনুপ্রাণিত হয়ে দল ও দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশমত আন্দোলন সংগ্রাম করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২), সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মুজিদ, জেলা জাসাসের সভাপতি এড. সৈয়দ একলেছার আলী বাচ্চু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইউছুফ আলী, পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফরিদা আক্তার বিউটি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এড. আকবার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।