নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ সম্পর্কিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে উক্ত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক সুভাষ চোধুরী, অরুণ ব্যাণার্জী, মমতাজ আহমেদ বাপ্পি, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, আবু তালেব মোল্যা, কাজী শওকাত হোসেন ময়না, অসীম বরণ চক্রবর্তী, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বরুণ ব্যাণার্জী, দীলিপ কুমার দেব, প্রমুখ। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক বলেন, ‘দেশের সকল উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে মিডিয়া অগ্রণী ভূমিকা রাখে। তিনি বলেন, সকলকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় সাতক্ষীরা জেলাকে দেশের একটি মডেল জেলায় পরিনত করার চেষ্টা অব্যাহত রাখবো। এসময় নবাগত জেলা প্রশাসক ধৈর্য্য সহকারে সাংবাদিকদের বক্তব্যে জেলার বিভিন্ন সমস্যা ও চাওয়া পাওয়ার কথা শোনেন এবং জেলার উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।