নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৩টি পদে ২৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। তারা হলেন, এড. আব্দুল মজিদ, এড. আবুল হোসেন, এড. এম শাহ আলম ও এড. শেখ আব্দুল ছাত্তার। সহ সভাপতি পদে ২জন হলেন এড. শেখ মিজানুর রহমান ও এড. গোলাম মোস্তাফা। সাধারন সম্পাদক পদে ৪জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. আ ক ম রেজওয়ানউল্যাহ সবুজ ও এড. মোস্তফা জামান। যুগ্ম সম্পাদক পদে ২জন হল এড. জিয়াউর রহমান ও এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন এড. জহুরুল হক। মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন ফেরদৌসী সুলতানা লতা। লাইব্রেরী সহ-সম্পাদক পদে এড. সামসুজ্জোহা খোকন, এড. আব্দুর রাজ্জাক। ক্রীড়া সম্পাদক মোঃ আকবার আলী, স.ম.মমতাজুর রহমান। সদস্য এড. এ কে এম তৌহিদুর রহমান শাইন, এড. সাইদুজ্জামান জিকু, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. সাহেদুজ্জামান সাহেদ, এড. হাবিব ফেরদাউস শিমুল, এড. মোঃ রফিক। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন এড. আলহাজ্ব মোঃ আলাউদ্দীন আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে থাকবেন এড. আক্তারুজ্জামান, এড. মোস্তফা হেলালুর রহমান, এড. মোঃ আঃ সবুর, এড. রতœা রানী মন্ডল। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৪৫ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ ২০১৮। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ২০১৮ তারিখে।