শিক্ষা

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭মার্চ পালিত

By Daily Satkhira

March 08, 2018

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৭মার্চের ভাষণ প্রচার, ঐতিহাসিক ভাষনের উপর বিশেষ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার মধ্য দিয়ে ৭ মার্চ পালিত হয়েছে। বুধবার সকালে কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে, এবিসি কেজি স্কুলে, বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা কওছারীয়া দাখিল মাদ্রাসা, নৈকাটি দাখিল মাদ্রাসা, দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৭মার্চের ভাষণ প্রচার করা হয়। বাঙালী জাতির পিতা, মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের দিনে সোহরাওয়াদী উদ্যানে (তদানীন্তন রেসকোস ময়দান) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাকে জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার ভাষন দেন। সেই ভাষনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, জাতীয় সংগীত পরিবেশন ও ঐতিহাসিক ৭ই মার্চ এর উপর বিশেষ আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, ঐতিহাসিক ভাষনের গুরুত্ব বিষয়ে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন আলোচনা করা হয় বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।