কলারোয়া

কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানের ৩য়দিন

By Daily Satkhira

March 08, 2018

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছীর শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটায় ভগবান শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রার ৪দিন ব্যাপী অনুষ্ঠানের ৩য় দিনে দেশ-বিদেশের অতিথিরা ভাগবত আলোচনা, কীর্ত্তন পরিবেশন করেছেন। ৭মার্চ বুধবার সকাল ১০টার দিকে ভাগবাত আলোচনা করেন খুলনার পাইকগাছা-কপিলমুনির ভক্তিসাধিকা শ্রীমতী তাপসী রানী দেবী দাসী। বেলা আড়াইটার দিকে কীর্ত্তন পরিবেশন করেন বেতার ও দূরদর্শনখ্যাত ভারতের কাটোয়া কলেজ কলিকাতার অধ্যাপিকা বেতার ও দূরদর্শনখ্যাত ড.মোনালিসা বন্দোপধ্যায় ও ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক শিবুপ্রসাদ পাল। ভারত সীমান্তঘেষা সোনাই নদীর তীরে আশ্রমের অনুষ্ঠান স্থলে হাজারো ভক্ত সমাগমের উপস্থিতি ছিলো লক্ষনীয়। দুপুরের দিকে অনুষ্ঠানে গিয়ে একাত্মতা পোষণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা, ৩৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার কলারোয়া নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, স্থানীয় কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন প্রমুখ। এর আগে অতিথিরা সেখা পৌছুলে আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র ও সাধারণ সম্পাদক স্বন্দীপ রায় তাদের স্বাগত জানান। এদিকে, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবু প্রসাদ পাল, অধ্যাপক ড.মোনালিসা বন্দোপাধ্যায় ও জি বাংলার মানসি ঘোষ দোস্তিদারদের হাতে সম্মাননাপত্র তুলে দেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানের শেষ দিনে একই স্থানে ভজন কীর্তন ও যাত্রপালা ভজন কীর্তন পরিবেশন করবেন ভারতের জি বাংলা, ডিডি বাংলা, আকাশবানী কোলকাতার অধ্যাপিকা মানসি ঘোষ দোস্তিদার। ভারতের প্রখ্যাত কীর্তন পরিবেশক অধ্যাপিকা ড. মোনালিসা বন্দোপাধ্যায় জানান- ‘এই আশ্রম সকল হিন্দু ধর্মীয় মানুষের কাছে একটা তীর্থ স্থান। এই আশ্রম ভারত-বাংলাদেশ সীমান্তে, ভারত থেকে ভক্ত আসতে পারলে আরো ভালো হতো।’ তিনি আরো বলেন- ‘আমি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটায় আসতে পেরে জীবনকে ধন্য মনে করছি।’ এদিকে এর আগে প্রথম দিন মুস্তফা লুৎফুল্লাহ এমপি অনুষ্ঠানের উদ্বোধন করার পর ২য়দিন মঙ্গলার বিশ্বের শতাধিক দেশ থেকে ইস্কনের (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত) ১২১জন গুরু মহারাজ এই পঞ্চম দোলযাত্রায় অংশ গ্রহন করেন এবং কীর্ত্তন হরিনাম ও কীর্ত্তন পরিবেশন করেন। এবারের ৪দিনের অনুষ্ঠানটি প্রয়াত এমপিপুত্র অনীক আজিজ স্মরণে উৎগর্গ করা হয়েছে। আন্তর্জাতিক এ ধর্মীয় অনুষ্ঠানে এবার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অনলাইন নিউজ পেপার (পোর্টাল) কলারোয়া নিউজ। আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৩ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। আর নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার বাহিনীর সদস্যরা মোতায়ন আছে। ৮মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শেষ হবে বলে আয়োজকরা জানান।