কালিগঞ্জ

কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও ভিক্ষুক মুক্তকরণে সভা

By daily satkhira

November 08, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে ও ভিক্ষুক মুক্তকরণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় নিবার্হী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহামুদ রনজু, সমবায় কর্মকর্তা নুর ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার আক্তার, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ বিশ্বাস, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যন আশরাফুল হোসেন খোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান বলেন, কালিগঞ্জ উপজেলা দেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা এটা সারা বিশ্বের মডেল। কিছু অসচেতন অভিভাবকদের জ্ঞানের অভাবে অল্প বয়েসে শিশু কন্যাদের বিয়ে দিয়ে আমাদের সকলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। শিশুদের বাল্যবিয়ের বিষয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই শক্ত অবস্থানে। এসময় তিনি ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রারদের দৃষ্ঠি আকর্ষন করে বলেন ইউনিয়নে শুধু মাত্র একজন ম্যারেজ রেজিষ্ট্রার থাকবে, তারা ইউনিয়ন পরিষদে বসবে, তাদের কোন প্রকার সহকারী থাকবে না এবং জবাবদিহিতা করতে হবে। প্রতিমাসে চেয়ারম্যানবৃন্দ বিবাহ সংক্রান্ত বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা দপ্তরে প্রতিবেদন দাখিল করবে আমি সেটা উর্দ্ধতন কতৃপক্ষের নিকট পাঠাবো এরকম নির্দ্দেশ এসেছে। তিনি আরো বলেন আগামী সাতদিন প্রত্যেক ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধের শাস্তির বিষয়ে ব্যাপক হারে প্রচার প্রচারনা করবে ম্যারেজ রেজিষ্ট্রারগন।