কালিগঞ্জ

কালিগঞ্জে হাঙ্গার প্রজেক্টের পেইভ হারমনি বিষয়ক কর্মশালা

By daily satkhira

November 08, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মর্যাদা, নিরাপত্তা, দ্বন্দ¦ ও সহিংসতা, সহিংসতার মাশুল, সমাজিক সম্প্রীতি সহ সাংবিধানিক অধিকার ও নাগরিকদের দায়িত্বের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি-হাঙ্গার প্রজেক্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে দিন ব্যাপি কর্মশালা হয়। দি- হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মেহেদী আহম্মেদ গিয়াস এর সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পেইপ কমিটির সদস্য কনিকা সরকার, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও পেইপ কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, কর্মশালায় অংশগ্রহণ করেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস, এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, পাইলট মডেল বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা সাবেক মহিলা ইউপি সদস্য দিপালী রাণী ঘোষ, ইউপি সদস্য ও ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডানিয়া পারভীন চুমকি, ইউপি সদস্য শেখ সাইদুর রহমান বাবু, সাংবাদিক জাহাঙ্গির আলম, ডাঃ কেরামত আলী সহ জনপ্রতিনিধি ও সুধি বৃন্দ।