সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে দুই কেজি সোনাসহ পাচারকারি আটক

By daily satkhira

March 08, 2018

নিজস্ব প্রতিবেদক : ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তের বাদামতলা নামকস্থান থেকে দুই কেজি ওজনের সোনার বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভোমরাগামি একটি ইঞ্জিন ভ্যানে যাত্রী হিসাবে প্যাকেটে রেখে ওই সোনা পাচার করা হচ্ছিল। আটক চোরকারবারি সাতক্ষীরা সদরের ভাড়–খালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আজিজ হাসান। বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান জানান গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা- ভোমরা সড়কের বাদামতলা এলাকায় অবস্থান নেয়। ইঞ্জিন ভ্যানটি মাহমুদপুর বাদামতলার মাঝামাঝি স্থানে এলে চ্যালেঞ্জ করলে। ভ্যান চালক লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। ভ্যানে থাকা যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা প্যাকেটে ওই সোনার বার পাওয়া যায়’। ঘটনাস্থলে পৌঁছে বিজিবির ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ওজনে দুই কেজি ১৬৬ গ্রাম সোনা পাওয়া গেছে। পরে জুয়েলারি দোকানে নিয়ে এর সঠিক ওজন জানা যাবে। এর দাম এক কোটি ২০ লাখ টাকারও বেশি বলে জানান তিনি। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ খেকে থানায় মামলা করা হবে।#